শিক্ষা প্রতিষ্ঠানে নারী নিষিদ্ধের ফলে বন্ধ হয়ে যেতে পারে আফগানিস্তানের ৩৫টি বিশ্ববিদ্যালয়

|

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারী নিষিদ্ধের ফলে বন্ধ হয়ে যেতে পারে সেদেশের ৩৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়য়। এমন আশঙ্কার কথা জানালেন, দেশটির প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইউনিয়নের মুখপাত্র মোহাম্মদ করিম নাসিরি। খবর এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের।

করিম নাসিরি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নারীরা নিষিদ্ধের ফলে, দেখা দিয়েছে অর্থনৈতিক সমস্যা। কিছু বিশ্ববিদ্যালয় মালিক জানিয়েছেন, বন্ধ হয়ে যেতে পারে বহু শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে দাওয়াত বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান বলেন, আমরা আশা করছি, এই নিষেধাজ্ঞা সাময়িক। খুব শিগগিরই তালেবান তাদের অবস্থান পরিবর্তন করবে।

এ বিষয়ে আফগানিস্তানের শিক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াউল্লাহ হাশিমি বলেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। আমরা আমাদের নীতিগুলো শিথিল করার যথাসাধ্য চেষ্টা করবো।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply