ফিলিপাইনে বন্যায় প্রাণহানি বেড়ে ২৫

|

ফিলিপাইনে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৫ জনে। বন্যায় কমপক্ষে ৯ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে- এখনো নিখোঁজ রয়েছেন ২৬ বাসিন্দা। খবর বার্তা সংস্থা এপির।

খবরে বলা হয়েছে, প্রাকৃতিক এই দুর্যোগে দেশটির চার লাখের বেশি মানুষ ভুক্তভোগী। শরণার্থী শিবিরে ৮১ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিন্দানাও রাজ্যের উত্তরাঞ্চল। সেখানেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬ জন, সেখানে এখনো নিখোঁজ ১২ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত ১২শ’র কাছাকাছি ঘরবাড়ি-স্থাপনা। ভেঙ্গে পড়েছে ১২টি সংযোগ সেতু, ক্ষতিগ্রস্ত ১২৩টি রাস্তাঘাট। এখনো বিদ্যুৎহীন বহু এলাকা।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আগামী দু’দিন ভারি বৃষ্টিপাত হবে। এতে বন্যার তীব্রতা বৃদ্ধির পাশাপাশি রয়েছে ভূমিধসের আশঙ্কা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply