কুর্দিস্তানের ৯২ শতাংশ মানুষ ইরাক থেকে আলাদা হয়ে স্বাধীনতা চায়। স্বাধীনতার প্রশ্নে আয়োজিত গণভোটের ফল প্রকাশে এমন তথ্যই দিয়েছে কুর্দি নির্বাচন কমিশন।
চূড়ান্ত ফল প্রকাশের পরই উচ্ছ্বাসে ফেটে পড়ে কুর্দিরা। সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতার মুখেই গত সোমবার এ গণভোট অনুষ্ঠিত হয়। স্বাধীনতার পক্ষে ব্যাপক সমর্থনের পর এখন এই ইস্যুতে বাগদাদ কর্তৃপক্ষের সাথে আলোচনা শুরু করতে পারবে কুর্দিরা।
এদিকে দেশের অখণ্ডতা যে কোন মূল্যে রক্ষার প্রতিশ্রুতি দিলেও, কুর্দিস্তানে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। পার্লামেন্টে তিনি বলেন, আইন ও সংবিধানিক উপায়েই কুর্দিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে।
যমুনা অনলাইন/এফকে
Leave a reply