ইউক্রেনজুড়ে একদিনে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে জোরালো হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ইউক্রেনের বিভিন্ন স্থানে অন্তত ১২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। তবে এ ঘটনায় হতাহতের সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
কর্তৃপক্ষ জানায়, রাজধানী কিয়েভই ছিল এ হামলার মূল লক্ষ্য। অভিযান চলে রাজধানীর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাসহ বড় শহরগুলোতে। ভূমি এবং আকাশ থেকে নিক্ষেপ করা হয় এসব মিসাইল। ইউক্রেনীয় বাহিনীর পাশাপাশি বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় এসব হামলা।
হামলা চালানোর সাথে সাথেই ইউক্রেনে জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। বাংকার এবং মেট্রোরেলে আশ্রয় নেন বেসামরিক নাগরিকরা। কিয়েভ জানায়, হামলার পরই প্রতিরোধ গড়া করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। রাশিয়ার অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি ইউক্রেনের।
এসজেড/
Leave a reply