খেলাধুলায় দক্ষ ও স্মার্ট জনগোষ্ঠী তৈরি আওয়ামী লীগ সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

|

ডিজিটাল-স্মার্ট ডিভাইসের পাশাপাশি খেলাধুলায়ও দক্ষ ও স্মার্ট জনগোষ্ঠী তৈরি করা আওয়ামী লীগ সরকারের লক্ষ্য, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমিও খেলোয়াড় পরিবারের সদস্য। বঙ্গবন্ধুসহ আমার পরিবার ছিল খেলা পাগল। সুযোগ পেলে এখনো নিজেই খেলাধুলায় মাতেন বলে জানান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্পকাপ টুর্নামেন্টের ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা। আর্মি স্টেডিয়ামের মাঠে এসে ফাইনাল উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, যতো বেশি খেলাধুলার চর্চা হবে, ততই উৎকর্ষ সাধন হবে জাতির। দেশকে আর্থ সামাজিকভাবে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াই তার সরকারের প্রধান লক্ষ্য বলে জানান সরকার প্রধান।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply