খিলক্ষেতের বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

|

রাজধানীর খিলক্ষেতে সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫মিনিটের দিকে খিলক্ষেতের নিকুঞ্জ-২ এ এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরই সন্ধ্যা ৭টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরে আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ১৪ তলা বিশিষ্ট ভবনটির নবম তলায় অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ ১৪ তলা ভবনটির নবম তলায় আগুন লাগে। ওই ভবনটি মূলত মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল হিসেবে ব্যবহৃত হতো। এখানে প্রায় ১০০ জন ছাত্রী ছিলেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের সহায়তায় ৬ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়। বাকিরা নিজ উদ্যোগেই নেমে আসেন বলে জানা গেছে। আগুন আর কোনো ফ্লোরে ছড়ায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply