ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির-২০২৩ কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। এই নির্বাচনে কার্যকরী পরিষদের নির্বাচনে গঠনতন্ত্র অনুযায়ী ১৫টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪ পদেই আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। অন্যদিকে একটি পদে জয় পেয়েছেন জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দলের অধ্যাপক মো. লুৎফর রহমান।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে শিক্ষক সমিতির ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে বিকেল ৫টায় ফলাফল ঘোষিত হয়। সেখানে সভাপতি নির্বাচিত হন অধ্যাপক নিজামুল হক ভূইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক জিনাত হুদা। দুজনেই আওয়ামী সমর্থক নীল দলের প্রার্থী ছিলেন।
সভাপতি পদে ড. মো. নিজামুল হক ভূঁইয়া পেয়েছেন ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা দলের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম পেয়েছেন ৩৮৪ ভোট। এছাড়া নীল দলের অপর বিদ্রোহী প্রার্থী অধ্যাপক ড. আ. ক. ম জামাল উদ্দিন পেয়েছেন ১৩২ ভোট।
অন্যদিকে, সহসভাপতি পদে অধ্যাপক মো. লুৎফর রহমান পেয়েছেন ৬৭৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. লাফিফা জামালে পক্ষে পড়েছে ৬৩২টি ভোট।
এছাড়া সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. জিনাত হুদা পেয়েছেন ৭১২; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৫৮১ ভোট। কোষাধ্যক্ষ পদে ড. মো. মাসুদুর রহমান ৮২৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মো. মহিউদ্দিন ৪৬১ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু খালেদ মো. খাদেমুল হক ৮৪৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবাশীষ পাল পেয়েছেন ৩৬৬ ভোট।
এদিকে, ১০টি সদস্য পদে নির্বাচিতরা হলেন, অধ্যাপক ড. জিয়াউর রহমান (জিয়া রহমান), অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া, ড. মো. আমজাদ আলী, ড. চন্দ্রনাথ পোদ্দার, ড. শারমিন মূসা, অধ্যাপক মো. কামরুল হাসান, অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান, ড. একেএম সাইফুল ইসলাম খান, ড. মো. মাকসুদুর রহমান, অধ্যাপক মোহাম্মদ আলী আক্কাছ।
এসজেড/
Leave a reply