মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ জাহাজ বাংলাদেশে প্রবেশ করবে না: নৌ-প্রতিমন্ত্রী

|

মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাশিয়ান জাহাজ বাংলাদেশে প্রবেশ করার বিষয়টি জানা ছিল না বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিষয়টি অবহিত হওয়ার পর ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত রাশিয়ান জাহাজের বাংলাদেশের সীমানায় প্রবেশের বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে রুপপুর পারমাণবিক কেন্দ্রের কার্যক্রমের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখে সরকার।

সম্প্রতি ভারতীয় সীমান্তে দুই বাংলাদেশি হত্যাকাণ্ড নিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। এতে দুইদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।

উল্লেখ্য, মার্কিন নিষেধাজ্ঞা আছে এমন একটি রুশ জাহাজ নাম ও রং পাল্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে আসে। ২৪ ডিসেম্বর জাহাজটির মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে এর আগেই ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জানায়, ওই জাহাজ আসলে ‘উরসা মেজর’ নয়, সেটা মূলত মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘স্পার্টা ৩’ জাহাজ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতিটি জাহাজের একটি নম্বর থাকে, আর সে নম্বর পরিবর্তন না করায় নাম ও রং বদলানোর পরও বিষয়টি ধরা পড়ে। আর এরপরই জাহাজটিকে বন্দরে ভিড়তে নিষেধ করে দেয় বাংলাদেশ। জাহাজটিকে বন্দরে পণ্য খালাসের অনুমতি দিতে রাশিয়া চাপ দিলেও বাংলাদেশ নিজের অবস্থানে অনড় ছিল।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply