সৌদি আরব নাম শুনলেই প্রথমেই মনে হয় ধূধূ মরুভূমি আর প্রচণ্ড গরম। কিন্তু সেই সৌদি আরবে এখন চলছে তুষারপাত। তুষারপাতে আল লাজ অঞ্চলের পাহাড়সহ আশেপাশের এলাকা ছেয়ে গেছে। খবর সৌদি গেজেট’র।
সৌদি আরবের এ অঞ্চলে বিরল তুষারপাত হওয়ায় নতুন করে মনোযোগ কেড়েছে পর্যটকদের। এছাড়া আনন্দে মেতেছেন স্থানীয় বাসিন্দারাও। কারণ সৌদি আরব মরু অঞ্চল হওয়ায় সেখানে তুষারপাত দেখা যায় না। সৌদি আরবের উত্তরাঞ্চলে, বিশেষ করে আল-লাজ পর্বতমালা এবং সংলগ্ন এলাকায় তুষারপাত দু’টি প্রধান কারণের ওপর নির্ভর করে।
এর মধ্যে প্রথম কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বায়ুর আদ্রতা বেড়ে যাওয়া এবং দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, শীতের মাত্রা বেড়ে যাওয়া।।
/এনএএস
Leave a reply