কিংবদন্তি পেলেকে শ্রদ্ধা জানিয়ে যা বললেন মেসি-নেইমার-রোনালদো-এমবাপ্পে

|

ফুটবলপ্রেমীরা সুদীর্ঘকাল ধরে যার নাম জপেছে, তিনি হলেন কিংবদন্তি পেলে। বিশ্বের কোনায় কোনায় ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী, সেটাও পেলের কারণে। তার উত্তরাধিকার স্বীকার করেই ফুটবল মঞ্চে ফুল ফোটাতে এসেছেন পরবর্তী প্রজন্মের অনেক কিংবদন্তি। আজকে সর্বকালের সেরার স্বীকৃতি পাওয়া লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা হালের নেইমার-কিলিয়ান এমবাপ্পেরাও এসেছেন সেই পথ ধরে। পেলের মৃত্যু তাদের কাঁদিয়েছে। অভিভাবক হারিয়েছেন তারা। পেলের মহাপ্রয়াণে বার্তা দিয়েছেন তারাও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলের সঙ্গে নিজের ছবি দিয়ে মেসি লিখেছেন, শান্তিতে ঘুমান পেলে। কদিন আগে এই মেসিকেই বিশ্বকাপ জয়ের পর ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে নিজেই।

পেলের মৃত্যুর পর শ্রদ্ধা জানিয়ে নেইমার লিখেছেন, পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। আমি কোনো এক সময় কোথায় জানি এটা পড়েছিলাম। সুন্দর হলেও সেটা ছিল অসম্পূর্ণ। আমি বলতে চাই, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সব কিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্পে বদলে দিয়েছেন, আনন্দে ভরিয়ে দিয়েছেন। তিনি দরিদ্রদের, কালোদের কণ্ঠস্বর দিয়েছেন। বিশেষ করে ব্রাজিলিয়ানদের দৃশ্যমান করেছেন। ফুটবল এবং ব্রাজিলের মানকে ওপরে তোলার জন্য রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন, কিন্তু তার জাদু থেকে গেল। পেলে চিরন্তন।

পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে জনাব এডসন অরান্তেস দো নাসিমেন্তোর পরিবারের প্রতি। ফুটবলের চিরন্তন রাজার বিদায় ফুটবল-দুনিয়া যে ব্যথা অনুভব করছে তা প্রকাশ অযোগ্য। তিনি লাখো মানুষের অনুপ্রেরণা। আজ, কাল এবং সারাজীবনের জন্য দৃষ্টান্ত। আমার প্রতি সব সময় যে স্নেহ তিনি সব সময় দেখিয়েছেন তা ছিল পারস্পরিক। এমনকি দূর থেকেও। তিনি কখনো বিস্মৃত হবেন না। আমাদের মতো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে তিনি থেকে যাবেন সব সময়। শান্তিতে ঘুমান রাজা পেলে।

নিজের রেকর্ড ভাঙতে দেখে এমবাপ্পেকে ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন ফুটবলের রাজা। সেই পেলের বিদায়ের পর এমবাপ্পে লিখেছেন, ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন৷ তবে তার কীর্তি কখনো আমাদের ছেড়ে যাবে না। শান্তিতে ঘুমান রাজা।

উল্লেখ্য, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে (৮২) ব্রাজিলের স্থানীয় সময় বিকেল ৩টা ২৭ মিনিটে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। দীর্ঘদিন কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন পেলে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply