ওয়াশিংটনের রাস্তায় জেলিফিশ! চলমান মৌসুমী ঝড় আর শৈত্যপ্রবাহে উপকূলীয় এলাকাগুলোয় ভেসে এসেছে হাজারো সামুদ্রিক প্রাণী। খবর বার্তা সংস্থা এপির।
রেকর্ড ১৮ ফুটের বেশি জলোচ্ছ্বাস দেখেছে ওলিম্পিয়া এলাকা। সেসময়ই শহরের রাস্তায় ভেসে আসে জেলিফিশের দল। জলাবদ্ধ হয়ে পরে নানা লোকালয়। সেখানেই ঘুরে বেড়াচ্ছে সামুদ্রিক প্রাণীগুলো।
গেল শুক্রবার থেকে সিয়াটল এবং আশপাশের উপকূলীয় শহরগুলো বন্যা-জলোচ্ছ্বাসে বিপর্যস্ত। জাতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, ওরেগন উপকূলে দেখা গেছে ৩০ ফুটের বেশি জলোচ্ছ্বাস। অনেক জায়গায় নেই বিদ্যুৎ সংযোগ, সুপেয় পানির সংকটে ভুগছেন মার্কিনিরা।
ইউএইচ/
Leave a reply