তুষারঝড়: নিউইয়র্কের বাফেলো এলাকায় প্রাণহানি বেড়ে ৩৭

|

তুষারঝড়ের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্র। নিউইয়র্কের বাফেলো এলাকায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এখনো চলছে উদ্ধার কার্যক্রম। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রাস্তাঘাট থেকে ভারি বরফ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে। এখনো কিছু এলাকায় চার ফুটের মতো বরফ জমে আছে। বহাল রয়েছে গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, আরও ১১টি মার্কিন রাজ্য দেখেছে কমপক্ষে ৩০ জনের মৃত্যু। আশঙ্কা- সময়ের সাথে বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। নিউইয়র্কের পশ্চিমাঞ্চলে এখনো বহু গ্রাহক রয়েছেন অন্ধকারে; তীব্র শীতে ভুগছেন সংকটে। আগামী দু’সপ্তাহ প্রত্যেক লোকালয়ের প্রয়োজনীয় পর্যবেক্ষণ করবে ন্যাশনাল গার্ড সদস্যরা।

গেল ২৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে আঘাত হানে বম্ব সাইক্লোন। নিরাপত্তার খাতিরে ১২ হাজারের বেশি বিমান ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। ভোগান্তিতে পরেন ক্রিসমাসের ছুটিতে থাকা লাখ-লাখ মানুষ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply