দক্ষিণ কোরিয়ার গোয়াচেওন শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি হাইওয়ে টানেল মালমাহী একটি ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৩৭ জন। খবর আল জাজিরার।
কর্তৃপক্ষ জানায়, এক্সপ্রেসওয়ের টানেলের টোলপ্লাজায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে। বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষের পর আগুন ছড়িয়ে পড়ে পুরো টানেলে। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় বাস ও ট্রাকের চালক এবং টোলপ্লাজার কর্মীদের। আগুনে ভস্মিভূত হয়ে যায় অন্তত ৪০টি গাড়ি।
অবশ্য খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মালবাহী ট্রাকে দাহ্য পদার্থ ছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ। সেখান থেকেই আগুন ছড়িয়ে থাকতে পারে বলে জানানো হয়।
এসজেড/
Leave a reply