শান্তিতে নোবেলজয়ী অং সান সুচিকে ৩৩ বছরের কারাদণ্ড দিলো সামরিক জান্তার আদালত।
মিয়ানমার জান্তার আদালতে সুচির সব মামলার বিচারকাজ শেষ হলো গতকাল। সবশেষ দুর্নীতির পাঁচটি অভিযোগে শুক্রবার (৩০ ডিসেম্বর) সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সব মিলে কারাদণ্ডের মেয়াদ দাঁড়াল মোট ৩৩ বছর।
সামরিক জান্তা এই সাজাকে যথাযথ প্রক্রিয়া অনুসারে হয়েছে বলে উল্লেখ করলেও সুচির পক্ষ থেকে বরাবরই তা অস্বীকার করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল একটি রুদ্ধদার কক্ষে চলে বিচারকাজ। মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন সুচি। এজন্য বিভিন্ন সেনা সরকারের অধীনে বেশিরভাগ সময় গৃহবন্দি কাটাতে হয়েছে।
এটিএম/
Leave a reply