নিউইয়র্কে চালু হলো প্রথম বৈধ গাঁজার দোকান। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ম্যানহাটনের প্রাণকেন্দ্রে দেকানটি চালু হওয়ার পর শতশত মানুষকে সেখানে ভিড় করতে দেখা যায়। খবর এএফপির।
দোকানটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে খোলা হয়েছে। যেকোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি বিনোদনের জন্য সেখান থেকে গাঁজা কিনতে পারবেন। দোকানটি থেকে উপার্জিত অর্থ গৃহহীন ও এইডস রোগীদের সেবায় ব্যায় করা হবে বলে জানানো হয়েছে।
এক বিবৃতিতে নিউইয়র্কের মেয়র ক্যাথি হোচুল বলেন, আমরা আশা করছি নিউইয়র্ককে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে পারবো। প্রথম গাঁজার দোকান হিসেবে এটি একটি মাইলফলক হিসেবে থাকবে।
দোকানটির বাইরে অপেক্ষারত প্রথম ক্রেতা কেনেথ উডিন বলেন, এর আগে আমি গাঁজা সেবনের অপরাধে গ্রেফতার হয়েছিলাম। তাই ইতিহাসের সাক্ষী হতে এখানে এসে দাঁড়িয়েছি। আজ থেকে গাঁজা সেবনে আর নিজেকে অপরাধী বলে মনে হবে না।
বাড়িতে গাঁজা রাখা কোনও অপরাধ নয় বলে এর আগে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন ফেডেরাল আইনে কয়েক হাজার বাসিন্দাদের গ্রেফতার করা হয়েছিল গাঁজা রাখার অপরাধে। তাদের ক্ষমা করার নির্দেশ দিয়েছিলেন তিনি।
এটিএম/
Leave a reply