বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময়: আইন ও সালিশ কেন্দ্র

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময়; এমনটি উল্লেখ করে ২০২২ সালে ১৯ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর লালমাটিয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, আইন ও সালিশ কেন্দ্রের পর্যবেক্ষণ অনুযায়ী, চলতি বছর র‍্যাবের ক্রসফায়ারে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ১৫ জন নিহত হয়েছেন বলে জানায় সংস্থাটি।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান লিটন জানান, এ বছর বিভিন্নভাবে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ৪৭৯ জন নারী। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৯৩৬ জন। এছাড়া, নির্যাতনের কারণে ৫১৬ শিশুর মৃত্যু হয়েছে বলেও তথ্য দিয়েছে সংস্থাটি। এছাড়াও, এ বছর ৪৭৯টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে; যেখানে ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply