Site icon Jamuna Television

কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

কৃষক সেজে মো. মাসুদ মিয়া নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে নেত্রকোণার মদন থানা পুলিশ। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার চানগাও ইউনিয়নের শাহপুর গ্রামের সামনের হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুদ মিয়া শাহপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ মিয়ার বিরুদ্ধে ২০২১ সালের জুন মাসে নিয়মিত মাদক মামলা হয়। ওই মামলায় আদালত ৬ মাসের সাজা প্রদানসহ গ্রেফতারি পরোয়ানা জারি করে। সাজা হওয়ার পর থেকে মাসুদ হাওরের মধ্যে বসবাস শুরু করে। খবর পেয়ে মদন থানার এস আই মোশারফ হোসেন ফরাজী শনিবার সকালে কৃষক সেজে ওই হাওরে কাজে যান। কিছুক্ষণ কৃষি কাজ করার পর মাসুদকে গ্রেফতার করেন তিনি। গ্রেফতারকৃতকে দুপুরে নেত্রকোণার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, সাজাপ্রাপ্ত আসামি মাসুদ মিয়া হাওরে বসবাস করছে খবর পেয়ে পুলিশ কৃষক সেজে কাজে গিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এটিএম/

Exit mobile version