Site icon Jamuna Television

টঙ্গীতে মোয়ার ব্যবসার আড়ালে মাদক কারবার, গ্রেফতার ২

গ্রেফতারকৃত মাদক কারবারি মোশাহিদ ও বাদল মিয়া।

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে মোয়ার ব্যবসার আড়ালে মাদক বিক্রির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ শতাধিক মোয়া উদ্ধার করা হয়। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানায় টঙ্গী পূর্ব থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের দৌলতপুর গ্রামের খসরু মিয়ার ছেলে মোশাহিদ (২৪) ও হবিগঞ্জ জেলার লাখাই থানার সাতাউক গ্রামের মৃত আসকিরের ছেলে বাদল মিয়া (১৯)। তারা দু’জনই টঙ্গীর ভরান এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আসামি মোশাহিদ ও বাদল মিয়া দীর্ঘদিন ধরে সুকৌশলে মুড়ির মোয়ার ব্যবসার আড়ালে আশেপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি টিম ভরান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টঙ্গী পূর্ব থানা এলাকায় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাংসহ যে কোনো দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এএআর/

Exit mobile version