নতুন বছরকে বরণ করলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

|

ছবি: সংগৃহীত

আতশবাজি বা ফায়ারওয়ার্কসের আলোতে উঁকি দিলো নতুন আরও একটি বছর ২০২৩। নতুন বছরকে বরণ করে নিয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক তারিখ রেখার কারণে প্রথমে দিনের সূত্রপাত হয় এসব দেশে।

২০২৩ সালকে প্রথমেই যেসব দেশ বরণ করে নিয়েছে, তার মধ্যে অন্যতম নিউজিল্যান্ড। গত বছর করোনা মহামারির বিধিনিষেধের কারণে বর্ষবরণ বাতিল হয় এখানে। কিন্তু এ বছর তা নেই। ফলে মধ্যরাতে নতুন বর্ষবরণ করতে ক্রমাগত চলছিল ফায়ারওয়ার্ক। এর দুই ঘণ্টা পরে অস্ট্রেলিয়ায় শুরু হয় বর্ষবরণ।

সিডনি হার্বার ব্রিজে আলোক উৎসবে মেতে ওঠে মানুষ। সিডনি অপেরা হাউজ, হারবার ব্রিজে আলোর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে অনেক আগে থেকেই জড়ো হন কয়েক লাখ মানুষ।

সিডনি হারবার ব্রিজ থেকে কমপক্ষে ৭ হাজার ফায়ারওয়ার্ক উপস্থাপনা করা হয়। অপেরা হাউজের কাছে প্রায় দুই হাজার ফায়ারওয়ার্ক উপস্থাপন করা হয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply