ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা পড়েছে তিন ফেরি

|

ছবি: সংগৃহীত

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে শনিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে তিনটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’র মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘন কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায় এবং নৌ-দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এতে যাত্রী ও চালকদের জান-মালের নিরাপত্তার কথা ভেবে নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশায় তীরে ভিড়তে না পারায় মাঝ নদীতে আটকা পড়েছে তিনটি ফেরি।

ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। ঘন কুয়াশা তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply