নববর্ষ উপলক্ষে ২০০’র বেশি বন্দীকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। শনিবার (৩১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে দু’দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
ইউক্রেনের চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়ারমাক জানান, ১৪০ সেনা সদস্যকে হস্তান্তর করেছে রাশিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া বার্তায় জানান, মুক্ত রাজবন্দীদের মধ্যে রয়েছেন ৮ জন নারী সেনা কর্মকর্তা। তারা বন্দর নগরী মারিওপোল এবং স্নেক আইল্যান্ডে গড়ে তুলেছিলেন প্রতিরোধ। সেখান থেকেই তাদের বন্দী করে রুশবহর।
অন্যদিকে, বাসের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়েছেন ৮২ রুশ সেনাসদস্য। মস্কো-কিয়েভের কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেলেও গত ২-৩ মাসে ধাপে-ধাপে মুক্তি দেয়া হচ্ছে বন্দীদের। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতেই এ উদ্যোগ, বলছেন সংশ্লিষ্টরা।
এটিএম/
Leave a reply