২০২২ সালের সর্বোচ্চ অ্যাসিস্ট লিওনেল মেসির

|

ছবি: সংগৃহীত

খেলোয়াড়ি জীবনে কোনো কিছুরই কমতি ছিল না লিওনেল মেসির। সাতবারের ব্যালন ডি’অর চ্যাম্পিয়নের ঝুলিতে অজস্র ক্লাব ফুটবলের স্বীকৃতিসহ আছে কোপা ও ফিনালিসিমা জয়ের কীর্তি। এতসব অর্জনের পরও একটা শূন্যতা অবশ্য ছিল এলএমটেনের। বিধাতা দুই হাত ভরে যাকে এতকিছু দিয়েছেন, তার মনে শুধু ছিল একটা বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ। তবে, ২০২২ সালে এসে ভাগ্যবিধাতা যেন আগে থেকেই লিখে রেখেছিলেন সব। তাইতো বছরটি কখনো ভুলবেন না এলএমটেন। কারণ এই বছরটিতে সতীর্থদের দিয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ডটিও এই জাদুকরের ঝুলিতে।

শত সহস্র গল্পের উপাখ্যান। শত সহশ্র বেদনার অবসান, শত সহশ্র উপেক্ষা আর তীর্যক মন্তব্যের অবসান হয়তো এভাবেই করেন গ্রেটরা। লিওনেল মেসির হাতে সোনালি ট্রফি উঠার মধ্য দিয়েই সব সমালোচনার জবাব মিটে গেছে। এই বছরটিতে সর্বোচ্চ ৩০টি অ্যাসিস্ট করে সবার উপরে লিওনেল মেসি। এছাড়াও সার্বিয়ার টাডিচ, বেলজিয়ামের ডি ব্রুইনা, বিশ্বকাপে চমক দেখানো নেদারল্যান্ডসের তারকা কডি গ্যাকপো এবং ব্রাজিলিয়ান তারকা নেইমারও রয়েছেন শীর্ষ ৫ জনের তালিকায়।

২০২২ সালের সর্বোচ্চ অ্যাসিস্ট করা সেরা ৫ জনের তালিকা:

লিওনেল মেসি ৩০ টি এসিস্ট

টাডিচ ২৮ টি এসিস্ট

কেভিন ডি ব্রুইনা ২৭ টি এসিস্ট

কডি গ্যাকপো ২৩ টি এসিস্ট

নেইমার ২০ টি এসিস্ট

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply