তুষারঝড়ের পর এবার বন্যার কবলে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। ভারী বৃষ্টি ও গলে যাওয়া বরফের পানি থেকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে রাস্তাঘাট সহ বেশ কিছু ঘরবাড়ি। খবর রয়টার্সের।
উপকূলীয় এলাকাগুলো থেকে স্থানীয়দের সরিয়ে নেয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে অনেকে। সান লরেঞ্জো নদীর পানির উচ্চতা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বন্ধ করে দেয়া হয় শহরের প্রধান মহাসড়ক। রাস্তায় চলাচলে সতর্কতা জারি করে প্রশাসন। রোববার মধ্যরাতেই বন্যার সতর্কতা দেয় মার্কিন আবহাওয়া অধিদফতর। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
/এমএন
Leave a reply