সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:
ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় কাজীরহাট থেকে আরিচা আসার পথে মাঝ নদীতে আটকা পড়েছে একটি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’র মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সন্ধ্যার পর থেকেই আরিচা-কাজিরহাট নৌ-রুটে কুয়াশা পড়তে শুরু করে। এক পর্যায়ে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে সার্ভিস পুরোপুরি বন্ধ রাখা হয়।
তিনি বলেন, এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে ফেরি শাহ আলী। আরিচা ঘাটে নোঙর করে আছে বেগম রোকেয়া, সুফিয়া ও কুঞ্জলতা। কাজিরহাট ঘাটে নোঙ্গর করে আছে ফেরি এনায়েতপুরি। কুয়াশার তীব্রতা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।
ইউএইচ/
Leave a reply