অন্ধ্রপ্রদেশে রাজনৈতিক সভায় পদদলিত হয়ে ৩ নারীর মৃত্যু

|

ভারতের অন্ধ্রপ্রদেশে চারদিনের ব্যাবধানে সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু’র সমাবেশে আবারও ঘটলো অঘটন। রোববার (১ জানুয়ারি) হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারান কমপক্ষে ৩ নারী। খবর এনডিটিভির।

গুন্টুর জেলায় ছিল তেলেগু দেশম পার্টি টিডিপির রাজনৈতিক সমাবেশ। এতে কমপক্ষে ১০ হাজার কর্মী-সমর্থক যোগ দেন। সেখানে ভিড়ের চাপে ছড়িয়ে পড়ে অসন্তোষ। হুড়োহুড়িতে পায়ের তলায় পিষ্ট হন অনেকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ নারীদের।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চন্দ্রবাবু নাইডু। বাতিল করেন রোড শো এবং জরুরি মিটিং। নিহতদের প্রত্যেক পরিবারকে দিয়েছেন ৫ লাখ রুপি ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস। গেলো বৃহস্পতিবারও নাইডুর রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু হয়। রাজ্যটিতে ২০২৪ সালে বিধানসভা নির্বাচন। তার আগেই আঁটঘাট বেধে প্রচারণায় নেমেছে বিরোধী দল।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply