সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের কোটা রাখতে উচ্চ আদালতের রায় আছে তাই সরকার চাইলেই তা পরিবর্তন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার জেলার অনলাইনে মুক্তিযোদ্ধা ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে ভিসির বাসা ভাংচুর লুটপাট করে ঘৃণ্য কাজ করা হয়েছে। উচ্চ আদালত ও আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ীই কোটা পদ্ধতি চালু আছে। তাই আদালতের নির্দেশনা মেনেই তা করা হবে। তবে এ নিয়ে কমিটি কাজ করছে।
এর আগে ১২ জুলাই জাতীয় সংসদেও একই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a reply