শীতের তীব্রতা বাড়ায় রাজধানীতে শীতবস্ত্রের বাজার সরগরম

|

রাজধানীতেও বেড়েছে শীতের তীব্রতা। ঠান্ডার হাত থেকে সুরক্ষায় বেড়েছে শীতবস্ত্রের চাহিদা। কম্বল, ব্লেজার, হুডি সোয়েটার, জ্যাকেট, ফুলহাতা গেঞ্জির চাহিদা বেশ। দাম কিছুটা বেশি, তারপরও শীতের হাত থেকে বাঁচতে কেনাকাটা সারছেন মানুষ।

ব্যবসায়ীরা বলছেন, এবার শীত এসেছে দেরিতে। আমদানি করা শীতবস্ত্রের দাম বেশি হওয়ায় কাঙ্খিত বিক্রি হচ্ছে না। গত বছরের তুলনায় এবার প্রতিটি পোশাকের দাম ২০০ টাকা বেশি।

শীত এলে বাড়ে ব্লেজারের চাহিদা। তুলনামূলক কম দামে কিছুটা ভালো ব্লেজার কিনতে রাজধানীর জিপিও এর সামনের সড়কে ভীড়ের দেখা মেলা। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ হাজার টাকার মধ্যে সেখানে মিলছে একেকটি ব্লেজার।

কয়েকদিন ধরে বেড়েছে কম্বলের চাহিদাও। ফুটপাতে একেকটি কম্বল বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮ হাজার টাকার মধ্যে।

মাত্র তিন মাসের এই মৌসুমী ব্যবসায় নতুন করে বিনিয়োগ করেছে ব্যবসায়ীরা। সাধ আর সাধ্যের সমন্বয়ে শীতবস্ত্র কিনছে মানুষ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply