দিল্লিতে তরুণীকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল প্রাইভেটকার

|

ইংরেজি নতুন বছরের সকাল হয়নি তখনো। রোববার ভোররাতে নিজের স্কুটারে যাচ্ছিলেন তরুণী। পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। গাড়ির নিচে পড়ে যান ওই তরুণী। ওই অবস্থাতেই গাড়ি পাড়ি দেয় ১২ কিলোমিটার। ভারতের রাজধানী দিল্লির সুলতানপুরি থেকে কাঞ্ঝাওয়ালা পর্যন্ত গাড়ি টানতে টনাতে নিয়ে গিয়েছে ওই তরুণীকে। পরে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। খবর জিনিউজের।

খবরে বলা হয়েছে, নিহত ওই নারীর নাম অঞ্জলি। তিনি আমান বিহারের বাসিন্দা। অভিযুক্তরা দাবি করেছে, তারা গাড়ির নিচে তরুণীর পড়ে যাওয়া এবং টেনে নিয়ে যাওয়ার বিষয়টি বুঝতেই পারেনি।

পুলিশ জানিয়েছে, ওই গাড়িটি শনাক্ত করে আটক করা হয়েছে। গাড়িতে পাঁচজন ছিল, তাদের গ্রেফতার করা হয়েছে। রাত ৩টা ২৪ মিনিটে পুলিশ কন্ট্রোল রুম একটি ফোনকল পায়। তাতে জানানো হয়, একটি প্রাইভেটকারকে একটি দেহ টেনে নিয়ে যেতে দেখা গেছে। ভোররাত ৪টা ১১ মিনিটের দিকে পুলিশ আরেকটি ফোনকল পায়। ওই সময় জানানো হয়, এক নারীর দেহ রাস্তায় পড়ে রয়েছে।

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই দুর্ঘটনাকে ‘বিরল থেকে বিরলতম’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনায় দোষীদের কঠোর থেকে কঠোরতম সাজা দেয়া উচিত। তরুণীর সঙ্গে যা হয়েছে তা খুবই লজ্জাজনক। দোষীদের চরম শাস্তি দেয়া উচিত। তাদের ফাঁসি দেয়া উচিত। আমি জানি না এই সমাজ কোনদিকে এগোচ্ছে বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply