পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা হামাসের

|

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার (২ জানুয়ারি) সংগনঠির এক বিবৃতিতে দখলদার ইহুদি সরকারের কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ বলে আখ্যা দেয়া হয়। খবর রয়টার্সের।

সোমবার দখলকৃত পশ্চিম তীরে আবারও ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু হয় দুই ফিলিস্তিনির। এদের একজন হামাস সদস্য। প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। নিহতদের শেষকৃত্যে যোগ দেয় শত শত মানুষ। সোমবার জেনিন শহরে দুইটি বাড়ি গুড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা। বন্দুক, পাথর ও গোলা নিয়ে প্রতিহতের চেষ্টা করে ফিলিস্তিনিরা।

তেল আবিবের দাবি, ইসরায়েলি বাহিনীর ওপর হামলাকারী দুই ব্যক্তির বাড়িতে চালানো হয়েছে অভিযান। গত বছর এক ইসরায়েলি কমান্ডারকে হত্যা করেছিলেন তারা। পরে ইসরায়েলি সেনাদের গুলিতে মৃত্যু হয় দুই জনের। গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু দায়িত্ব গ্রহণের পর অঞ্চলটিতে এটাই প্রথম হতাহতের ঘটনা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply