যে কারণে সপ্তাহে একদিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

|

চালু হয়েছে স্বপ্নের মেট্রোরেল। তবে আপাতত সাতদিনের পরিবর্তে সপ্তাহে ছয়দিন চলাচল করবে মেট্রো। পুরোদমে চালু হওয়ার আগ পর্যন্ত প্রতি মঙ্গলবার চলাচল বন্ধ থাকবে।

মূলত, রক্ষণাবেক্ষণের কাজের জন্যই সপ্তাহে একদিন মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আগামী ২৬ মার্চ পুরোদমে চলাচলের জন্য মেট্রোরেলকে উন্মুক্ত করার আগে মেট্রোরেলকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে চায় কর্তৃপক্ষ। আর এ জন্যই সপ্তাহে একদিন রক্ষণাবেক্ষণের আওতায় থাকবে মেট্রোরেল। অবশ্য এ সিদ্ধান্ত সাময়িক। ২৬ মার্চের পর সপ্তাহে সাতদিনই চলাচল করতে মেট্রোরেল। থামবে নয়টি স্টেশনেই।

এ নিয়ে পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষ মেট্রোরেলে অভ্যস্ত হয়ে গেলে, তাদের উৎসাহ কমে গেলে মেট্রোরেল চলার সময় বাড়ানো হবে। আগামী ২৬ মার্চ থেকে মেট্রোরেল পুরোদমে চলাচল করবে। ওই সময় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশনেই থামবে মেট্রো। তখন আর কোনো সাপ্তাহিক ছুটিও থাকবে না। মেট্রোরেল চলবে সপ্তাহে সাতদিনই।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply