লুট হয়ে যাওয়া প্রত্নতাত্ত্বিক সম্পদ ফিরে পেলো মিশর

|

লুট হয়ে যাওয়া প্রত্নতাত্ত্বিক সম্পদ ফিরে পেলো মিশর। আড়াই হাজার বছরের পুরোনো একটি কফিন সোমবার দেশটির কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জানা যায়, কায়রোর উত্তরে আবু নাসির নামের প্রত্নতাত্ত্বিক স্থান থেকে এটি খোয়া যায়। পরে জার্মানি হয়ে ২০০৮ তা পৌঁছে যায় যুক্তরাষ্ট্রে। হিউস্টনের এক মিউজিয়ামে এতদিন সেটা শোভা পাচ্ছিল। মিশর সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে সম্প্রতি মার্কিন কর্তৃপক্ষ তদন্ত করে নিশ্চিত হয়, কফিনটি অবৈধ উপায় যুক্তরাষ্ট্রে পাচার করা হয়েছিল। তারপরই সেটা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়।

নানাভাবে খোয়া যাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন পুনরুদ্ধারে গত কয়েক বছর ধরেই তৎপর কায়রো। শুধু ২০২১ সালেই প্রায় সাড়ে ৫ হাজার প্রত্নতাত্ত্বিক সম্পদ ফিরিয়ে আনতে পেরেছে মিশর। ইউরোপ আর উত্তর আমেরিকার অনেক জাদুঘরে এখনো এমন হাজার হাজার সম্পদ প্রদর্শিত হচ্ছে যা কিনা আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে লুঠ অথবা চুরি গেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply