সুস্থ ও স্মার্ট জাতি গঠনে মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেন, যত টেস্টি খাবার তত অনিরাপদ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে নিরাপদ খাদ্য অধিদফতরের আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, অনিরাপদ খাবার গ্রহণ করলে উপকারের বদলে শরীরের ক্ষতি হয়। তাছাড়া সুস্থ দেহের জন্য পরিমিত খাবার খাওয়াও জরুরি বলে জানান তিনি।
তিনি বলেন, শুধু আইন বা শাসন করে সমাজের উন্নয়ন করা সম্ভব না। এ জন্য প্রয়োজন মানুষের সচেতনতা।
ইউএইচ/
Leave a reply