আল-আকসা মসজিদে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর সফরকে ঘিরে বাড়ছে উত্তেজনা

|

পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সফরকে ঘিরে বাড়ছে উত্তেজনা। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ্ হুমকি দিয়েছে, কোনোভাবে পবিত্রতা লঙ্ঘিত হলে পুরো অঞ্চলে সংঘাত ছড়াবে। খবর রয়টার্সের।

সংগঠনটি জানায়, ইহুদীদের বিন্দুমাত্র আগ্রাসন-উসকানি সহ্য করবে না মুসলিমরা। ফিলিস্তিনের যেকোনো সিদ্ধান্তের পক্ষে থাকবে লেবাননসহ মুসলিম বিশ্ব। এ ঘটনায় অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্রও।

এদিকে হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, জেরুজালেমের স্থিতাবস্থাকে নষ্ট করে এমন কোনো একতরফা আচরণ মেনে নেয়া হবে না।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ইসরায়েলের নতুন সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইতেমার বেন গাভির আকস্মিক সফরে যান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে। মুহুর্তেই ফিলিস্তিনিদের মধ্যে ছড়িয়ে পড়ে অসন্তোষ।

হামাস হুঁশিয়ারি দেয়, মসজিদের জায়গায় সিনাগগ বানাতে চাইলে চুকাতে হবে চড়া মূল্য। সফর শেষে টুইটবার্তায় পাল্টা হুমকি দেন বেন গাভির। লিখেন, হামাসের সামনে মাথানত করবে না ইসরায়েলের নতুন সরকার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply