আইনি সীমাবদ্ধতায় খাল উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে: মেয়র তাপস

|

আইনি সীমাবদ্ধতার কারণে খাল পুনরুদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, এমন দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৪ জানুয়ারি) সকালে বার্ষিক খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ দাবি করেন। বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে খাল দখলমুক্ত ও পরিষ্কার রাখার বিকল্প নেই। ফলে এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে ডিএসসিসি।

দখল মুক্ত করা খাল আবারও দখল হয়ে যাচ্ছে উল্লেখ করে মেয়র তাপস বলেন, দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে আইনি কাঠামোতে এসব দখলকারীদের মাত্র ৫ হাজার টাকা জরিমানা করা সম্ভব, যা খাল দখল রোধে যথেষ্ট নয়। চলমান কার্যক্রমের আওতায় ঢাকা দক্ষিণে ২০ কি. মি. খাল উদ্ধার করা হবে। আগামী মার্চ পর্যন্ত এ অভিযান চলবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply