সুষ্ঠু ভোটের ক্ষেত্রে সিসিটিভি ইতিবাচক ভূমিকা রাখে: সিইসি

|

ফাইল ছবি

সুষ্ঠু ভোটের ক্ষেত্রে সিসিটিভি ইতিবাচক ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (৪ জানুয়ারি) গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন নিয়ে ব্রিফিংকালে এই কথা জানান তিনি।

তিনি বলেন, শীতের কারণে ভোট পড়ার হার কিছুটা কম ছিল। শান্তিপূর্ন ও সুশৃঙ্খল ভোট হয়েছে গাইবান্ধায়। ৩৫ শতাংশের কিছু কম বা বেশি ভোট হয়েছে।

সিসি টিভি প্রসঙ্গে তিনি বলেন, এর ব্যবহার নতুন। সিসিটিভির জন্য কার্যকর পর্যবেক্ষণ করা সম্ভব। এর ফলেই সুষ্ঠু ভোট হচ্ছে।

আগের নির্বাচনে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান সিইসি। তিনি বলেন, আগের বারের অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ে হবে ২ থেকে ৩ মাস সময়ের মধ্যে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply