নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্যদের স্বাগত জানালো জাতিসংঘ

|

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্যরা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্যদের স্বাগত জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সদস্যপদ দেয়া হয় নতুন পাঁচ রাষ্ট্রকে। দেশগুলো হলো- জাপান, ইকুয়েডর, মাল্টা, মোজাম্বিক এবং সুইজারল্যান্ড।

নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্যদের পদের মেয়াদকাল ২০২৪ সাল পর্যন্ত। এদের মধ্যে সুইজারল্যান্ড ও মোজাম্বিক এবারই প্রথমবার পেলো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ। এদিন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজের অঙ্গীকার করেন প্রতিনিধিরা। একই সাথে ইউক্রেন ইস্যু নিয়েও জানান উদ্বেগ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply