২০২২ সালে দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮১০৪ জন: নিসচা’র প্রতিবেদন

|

২০২২ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন অনুষ্ঠানে নিসচা নেতৃবৃন্দ।

২০২২ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ১০৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ৭৮৩ জন। আর, সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭ হাজার ২৪টি।

বুধবার (৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে ২০২২ সালের সড়ক দুর্ঘটনার এ পরিসংখ্যান তুলে ধরেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন।

তিনি জানান, সড়ক পথে সবচেয়ে বেশি ৫ হাজার ৭৬০ জন নিহত হয়েছেন। এছাড়া, রেলপথে ২৭০ ও নৌপথে নিহত হয়েছেন ২০৪ জন। নিহতদের মধ্যে পুরুষ ৫ হাজার ২৪২ জন আর নারী ৯৯২ জন। বিভিন্ন গণমাধ্যম থেকে এ তথ্য সংগ্রহ করার কথা জানান সংগঠনের সভাপতি ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply