আল-আকসা মসজিদ নিয়ে ইসরায়েলকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

|

ইসরায়েলের নতুন সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইতেমার বেন গাভির আকস্মিক সফরে যান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে। মুহূর্তেই ফিলিস্তিনিদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এবার হোয়াইট হাউজের পক্ষ থেকেও ইসরায়েলকে করা হলো সতর্ক। খবর এএফপির।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি এক বিবৃতিতে বলেন, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতিশীলতা নষ্ট করে এমন কোনো এক তরফা পদক্ষেপ যুক্তরাষ্ট্র সহ্য করবে না।

এদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস এক পৃথক বিবৃতিতে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে হোয়াইট হাউজের সরাসরি কথা হয়েছে। আল আকসা প্রাঙ্গনে ইতামার বেন গাভিরের সফরে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আরও বলেন, এই সফরের ফলে অঞ্চলটিতে উত্তেজনা এবং সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অপরদিকে হামাস হুঁশিয়ারি দেয়, মসজিদের জায়গায় সিনাগগ বানাতে চাইলে চুকাতে হবে চড়া মূল্য। সফর শেষে টুইটবার্তায় পাল্টা হুমকি দেন বেন গাভির। লিখেন, হামাসের সামনে মাথানত করবে না ইসরায়েলের নতুন সরকার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply