বিপিএলকে বড় সুযোগ হিসেবে দেখছেন দেশি পেসাররা

|

তাসকিন আহমেদ ও আশিকুজ্জামান।

একবার ফাইনাল খেললেও বিপিএলের ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তাসকিন আহমেদের। এবার তিনি হতে চান আসরের সেরা বোলার। ইনজুরি কাটিয়ে দারুণভাবে প্রত্যাবর্তনের আশায় ঢাকার এ পেসার। বিপিএলের গত আসরে ছিলো পেসারদের দাপট। এ আসরেও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন বাংলাদেশের বোলাররা। প্রস্তুতির কথা জানিয়েছেন উদীয়মান পেসার আশিকুজ্জামানও।

এক দিন পরেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট (বিপিএল)। ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সকালে গা গরম করতেই মিরপুরে সৌম্য-নাসিররা করেন ফুটবল ম্যাচের আয়োজন। ওয়ার্মআপে ঢাকার অন্যতম পেসার তাসকিনও এসে যোগ দিলেন খানিক বাদেই। বিপিএলে একবার ফাইনাল খেলা হলেও ট্রফিটা এখনও ছুঁয়ে দেখা হয়নি তাসকিনের। ইনজুরি আর পুরনো সময় পেছনে ফেলে এবার নিশ্চই আশাবাদী তিনি!

ঢাকা ডমিনেটর্সের পেসার তাসকিন আহমেদ বলেন, ইচ্ছে তো আছেই ভালো করার। সেরাটাই দিবো নিঃসন্দেহে। আমি সবসময়ই বলি যে প্রসেস এর বাইরে আসলে কিছু নাই। এবারও প্রসেসের ভেতরেই আছি। সুযোগ আসলেই নিজের সেরাটা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করবো।

গত আসরে পেসারদের সফলতা ছিলো নজরকাড়া। টপ উইকেট টেকার্স এর তালিকায় দশ জনের ছয় জনই ছিলেন পেসার। যার মধ্যে চার বাংলাদেশি মোস্তাফিজ, মৃত্যুঞ্জয়, শহিদুল আর শরিফুল। দলগতভাবে সিলেট ব্যর্থ হওয়ায় চার ম্যাচে ৫ উইকেট নিয়ে তাসকিনও ছিলেন তলানিতে। এবার ঢাকার হয়ে ব্যক্তিগত প্রত্যাশার পাশাপাশি তরুণ পেসারদের সম্ভাবনা দেখছেন এ তারকা পেসার।

তাসকিন আরও বলেন, সবসময়ই চাইবো যেনো আমার কিছু ম্যাচ উইনিং স্পেল থাকে এবং দলের জয়ে অবদান থাকে। কয়েকজনকে দেখলাম যারা এনসিএল বা বিসিএলে দারুণ পারফরমেন্স করেছে।

বিপিএলের এবারের আসরে তরুণ পেসারদের মধ্যে আলোচনায় আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আশিকুজ্জামান। গত মাসেই চট্টগ্রাম টেস্টের সময় বোলিং করেছেন নেটে। জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও প্রশংসা করেছেন আশিকের। আশিক জানালেন বিপিএল ঘিরে তার প্রস্তুতির কথা।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার আশিকুজ্জামান বলেন, প্রস্ততি তো আলহামদুলিল্লাহ ভালই নিচ্ছি। ম্যাচে আমার রোল কী হবে সেটা সালাউদ্দিন স্যার আমাকে বুঝিয়ে দিয়েছেন। প্রস্ততি নিচ্ছি যেনো যেকোনো কন্ডিশনে আমাকে বোলিং করতে দিলে যেন ভালোভাবে পারফর্ম করতে পারি সেটাই এখন লক্ষ্য।

বিপিএলের এবারের আসরে বিদেশি ক্রিকেটারদের ঘাটতির কথা পুরনো। তবে উদীয়মান ক্রিকেটারদের জন্য সেটা হতে পারে নিজেকে মেলে ধরার বড় মঞ্চ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply