সার্কাসের শো’তে প্রশিক্ষকের ওপর বাঘের হামলা! (ভিডিও)

|

ছবি : সংগৃহীত

ইটালির লিস প্রদেশের সুরবোতে মারিনা ওরফেই সার্কাস চলছিল। বহু দর্শক হাজির হয়েছিলেন সেই সার্কাসের শো দেখতে। শুরু থেকেই একের পর এক খেলায় মেতে উঠেছিল শো। কিন্তু হঠাৎ আনন্দ পরিণত হল আতঙ্কে। সার্কাসের একটি বাঘ আচমকাই প্রশিক্ষক ইভানের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে আহত হন তিনি।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, বিশালাকার সেই বাঘের থাবা থেকে নিজেকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন প্রশিক্ষক ইভান। এক পর্যায়ে ইভানের ঘাড়ে কামড় বসানোর চেষ্টা চালায় বাঘটি। পরে সার্কাসের অন্য কর্মীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এতে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান ইভান।

https://twitter.com/LaSamy65280885/status/1609149329796743169?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1609149329796743169%7Ctwgr%5Eb443e394f4c34bbc84c6f1194a99dd99bcfec3c0%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fitalian-circus-trainer-attacked-by-tiger-in-front-of-live-audience-in-horrifying-video-2317226-2023-01-04

বাঘে-মানুষে সামনাসামনি এমন লড়াই দেখে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত দর্শকরা। হুলস্থূল পড়ে যায় পুরো সার্কাস শোতে। পরে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। জানা গেছে, প্রশিক্ষক ইভান দীর্ঘ দিন ধরে বাঘগুলো নিয়ে সার্কাসে শো করে আসছেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply