‘প্রবল ইচ্ছা শক্তি আর উদ্যমই পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে’

|

প্রবল ইচ্ছা শক্তি আর উদ্যমের মাধ্যমে যে কেউই পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। এমন অভিমত গণিত যুদ্ধে বিশ্ব সেরা বাংলাদেশি তরুণদের। গণিতকে ভয় না পেয়ে ভালবাসলেই ভবিষ্যতে যে কেউই দেশের জন্য বিশ্বসেরার সম্মান বয়ে আনবে বলে আশা প্রকাশ করে বাংলাদেশের তরুণ দল।

মঙ্গলবার বিকেলে রাজধানীর টিসিবি মিলনায়তনে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণজয়ী দলের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলে তারা।

গত ৩ থেকে ১৩ জুলাই রোমানিয়ার অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাতিক অলিম্পিয়াডে দেশের পক্ষে প্রথম স্বর্ণ জয় করে আহমেদ জাওয়াদ চৌধুরী।

এসময় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকলেও মেধার দিক দিয়ে বাংলাদেশের তরুণরা বিশ্বসেরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply