প্রধানমন্ত্রীসহ পাকিস্তানের শীর্ষ নেতাদের কড়া হুঁশিয়ারি তালেবানের

|

পাকিস্তানের ক্ষমতাসীন বেশ কয়েকজন শীর্ষ রাজনীতিকদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান (টিটিপি)। এ তালিকায় আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিসহ প্রথম সারির একাধিক রাজনীতিকরা। খবর আল জাজিরার।

বুধবার (৪ ডিসেম্বর) এক বার্তায় সংগঠনটি দাবি করে, যুক্তরাষ্ট্রকে খুশি করতে টিটিপি’র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। এই অবস্থানে অনড় থাকলে পাল্টা কঠোর পদক্ষেপ নেবে তারা।

এর দু’দিন আগে জাতীয় নিরাপত্তা কমিটির পক্ষ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে পাকিস্তানের সরকার। এরপরই এলো এ হুমকি। সরকারি হিসাব অনুযায়ী, ২০২২ সালে পাকিস্তান জুড়ে ১৫০টিরও বেশি হামলা চালিয়েছে তেহরিক-ই তালেবান। যাতে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। সরকারের সাথে করা অস্ত্রবিরতির চুক্তি থেকেও বেরিয়ে এসেছে সংগঠনটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply