প্রথমবারের মতো মেক্সিকো সীমান্তে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর সিএনএন’র।
দুই বছর ক্ষমতায় থেকেও এখনো মেক্সিকো সফরে যাননি বাইডেন। মেক্সিকো সীমান্তে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী সীমান্তের ধারে অপেক্ষারত। সময়ের সাথে সাথে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে কেন বাইডেন সীমান্তে যাচ্ছেন না, তা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেও সমালোচনা শুরু হয়েছিল।
এই মুহূর্তে বাইডেন কেনটাকিতে আছেন। কবে এই সফর হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে বাইডেন সেখানে যেতে পারেন।
/এনএএস
Leave a reply