রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেলেন ২০ উদ্যোক্তা

|

বৃহৎ, মাঝারি ও কুটির শিল্পে অবদান রাখার জন্য ৬টি শ্রেণিতে ২০ উদ্যোক্তা পেলেন রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার। সরকারের পক্ষ থেকে এমন উদ্যেগ বেসরকারি খাতের উদ্যোক্তাদের শিল্পের উন্নয়নে এগিয়ে আসতে উৎসাহ যোগাবে বলে আশা প্রকাশ করেন পুরস্কারপ্রাপ্তরা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২০ সালের রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার দেয়া হয়। তাতে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ব্যবসায়ী সমাজের সহযোগিতা চেয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। বলেন, দেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতাই মুখ্য বিষয়।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনার কারণেই করোনা ও বিশ্বমন্দার মাঝেও বাংলাদেশ তার লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে চলছে। এই ধারা অব্যাহত থাকলে সকলের পক্ষেই অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply