কিউবায় ৫ বছর পর খুললো মার্কিন কনস্যুলেট

|

পাঁচ বছর পর কিউবায় পূণরায় চালু হলো যুক্তরাষ্ট্রের কনস্যুলেট এবং ভিসা সেন্টার। প্রথমদিন-ই ছিলো অভিবাসনপ্রত্যাশীদের রেকর্ড সংখ্যক ভিড়। খবর আল জাজিরার।

গেলো বছর, সীমিত সংখ্যক ভিসা প্রোসেসিং করেছিলো কিউবার এই কনস্যুলেট। সেসময়ই ঘোষণা দেয় ২০২৩ সালের শুরুতেই পূর্ণদ্যোমে শুরু হবে কার্যক্রম। নিরাপদ-বৈধ এবং সুশৃঙ্খল উপায়ে অভিবাসন কর্মসূচি চালানোর জন্যেই এ উদ্যোগ।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের অভিযোগের প্রেক্ষিতে বন্ধ হয়ে যায় কনস্যুলেট। অভিযোগ ছিলো, তীব্র শব্দতরঙ্গের কারণে অসুস্থ হয়ে পরছিলেন কর্মকর্তারা। তাদের নাক-কান থেকে রক্ত গড়ানোসহ প্রচণ্ড মাথাব্যাথা দেখা যাচ্ছিলো। দীর্ঘমেয়াদে এসব কর্মকর্তা স্মৃতিভ্রষ্ট হয়ে পড়তে পারেন, চিকিৎসকরা এই আশঙ্কা জানান। যাকে ‘হাভানা সিনড্রোম’ নাম দেয়া হয়। গেলো বছর, আড়াই লাখের বেশি কিউবান ঝুঁকিপূর্ণ পথে অবৈধভাবে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply