মার্কিন কংগ্রেস স্পিকার নির্বাচন: ৬ষ্ঠ দফা ভোটের পরও শেষ হয়নি নাটকীয়তা

|

ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেসের স্পিকার নির্বাচন নিয়ে নাটকীয়তার অবসান হয়নি। ৬ষ্ঠ দফা ভোটাভুটির পরও স্পিকার নির্বাচিত করতে পারেনি প্রতিনিধি পরিষদ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে অধিবেশন। খবর রয়টার্সের।

এর আগে, যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর প্রতিনিধি পরিষদের ক্ষমতা ফিরে পায় বিরোধী শিবির-রিপাবলিকানরা। কিন্তু, দলীয় মতানৈক্যের কারণেই এখন পর্যন্ত স্পিকার নির্বাচনে তারা ব্যর্থ। নিম্নকক্ষের স্পিকার হওয়ার জন্য ২১৮ ভোটের প্রয়োজন হয়। কিন্তু, দ্বিতীয় দিনের ভোটাভুটিতেও রিপাবলিকান প্রার্থী কেভিন ম্যাকার্থির ভাগ্যে জুটেছে ২০১ এমপির সমর্থন। অথচ, দলীয় কংগ্রেসম্যান বায়রন ডোনাল্ডসকে দেয়া হয়েছে ২০ ভোট। একজন ভোটদান থেকে বিরত ছিলেন।

অন্যদিকে, ডেমোক্র্যাটরা তাদের ২১২ ভোটের সবগুলোই দিয়েছেন তাদের প্রার্থী হাকিম জেফরিসকে। তবে, কক্ষের নিয়ন্ত্রণ দলটির হাতে না থাকায় ডেমোক্র্যাট এমপির স্পিকার হওয়ার সম্ভাবনা শূণ্য।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply