এরদোগানের শান্তি আলোচনায় সাড়া দিয়ে ফোনালাপে যা বললেন পুতিন

|

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শান্তি আলোচনার ডাকে সাড়া দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সূত্রে ফোনালাপও করেন এই দুই রাষ্ট্রপ্রধান। ফোনালাপ চলাকালে আবারও সেই পুরোনো শর্ত দিয়ে জানালেন, ইউক্রেন যদি রুশ অধিকৃত অঞ্চলগুলো ক্রেমলিনের হাতে ছেড়ে দেয় তবেই তারা শান্তি আলোচনায় বসতে রাজি। খবর এএফপির।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে রুশ কর্তৃপক্ষ। ক্রেমলিনের দাবি, তারা ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সাথে সংযুক্ত করেছে। যদিও এই চার অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে নেই।

বিবৃতিতে আরও জানানো হয়, ফোনালাপে দুই নেতা শস্য রফতানি নিয়ে ইতিবাচক আলোচনা করেছেন। এসময় রাশিয়া থেকে খাদ্য ও সার বহির্বিশ্বে রফতানির প্রয়োজনীয়তাও তুলে ধরেন পুতিন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply