চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৩

|

সংঘর্ষের ফুটেজ থেকে নেয়া ছবি।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে তিন কর্মী আহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম নগরী থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে শাটল ট্রেনে এ ঘটনার সূত্রপাত।

ছাত্রদের সূত্রে জানা গেছে, ট্রেনের বগিভিত্তিক দুই সংগঠন- সিক্সটি নাইন ও ভার্সিটি এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী আহত হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ট্রেনটি ক্যাম্পাসে পৌঁছানোর পর আরেকদফা সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এ সময় আরও দুই কর্মী আহত হয়।

আহতরা হলেন, ইসলামের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মামুন ও হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. মানিক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহ পরান। এদের মধ্যে মামুন এবং মানিক সিক্সটি নাইন গ্রুপের এবং শাহ পরান ভিএক্স গ্রুপের কর্মী। শাহ পরানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ সদস্যরা। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply