শীতকালীন ঘূর্ণিঝড় বা বম্ব সাইক্লোনে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য। বৃহস্পতিবার পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর জানা গেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খবরে বলা হয়, প্রবল বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় বিদ্যুৎহীন ১ লাখ ৬০ হাজার ঘরবাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান। সান ফ্রান্সিসকো ও নেভাদার নিচু এলাকায় দেখা দিয়েছে বন্যা-ভূমিধস। তার ওপর ভারি তুষারপাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
দেশটির জাতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস, স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত বহাল থাকবে বৈরী পরিবেশ। সেই সাথে রয়েছে ১৫২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এ সময় বাতাসের ঘূর্ণনবেগ থাকবে ঘণ্টায় ১২৮ কিলোমিটার।
এরইমধ্যে ভেঙ্গে পড়া গাছপালা এবং বিদ্যুতের খুঁটি অপসারণের কাজ করছেন ফায়ার সার্ভিসকর্মীরা। একইসাথে চলছে বিদ্যুতের পুনঃসংযোগ দেয়ার চেষ্টাও। বন্ধ রয়েছে রাজ্যটির শতাধিক ফ্লাইটের চলাচল এবং শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম।
ইউএইচ/
Leave a reply