তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। কনকনে ঠান্ডা আর কুয়াশার দাপটে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
কয়েকটি জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ। হাড় কাঁপানো ঠান্ডায় সকালে রাস্তাঘাট ছিল তুলনামূলক ফাঁকা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে হতদরিদ্র মানুষ।
এদিকে, ঘন কুয়াশার কারণে ভোর থেকে ৩ ঘণ্টা পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এই মাসে একাধিক শৈত্যপ্রবাহের কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
ইউএইচ/
Leave a reply